فَارْتَقِبْ اِنَّهُمْ مُّرْتَقِبُوْنَ ࣖࣖ ( الدخان: ٥٩ )
So watch;
فَٱرْتَقِبْ
সুতরাং অপেক্ষা করো তুমি
indeed they
إِنَّهُم
তারা নিশ্চয়ই
(too are) watching
مُّرْتَقِبُونَ
অপেক্ষামান
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
কাজেই তুমি অপেক্ষা কর (তাদের পরিণতি দেখার জন্য) তারাও অপেক্ষা করছে (তোমাদের পরিণতি দেখার জন্য)।
English Sahih:
So watch, [O Muhammad]; indeed, they are watching [for your end].
1 Tafsir Ahsanul Bayaan
সুতরাং তুমি প্রতীক্ষা কর, নিশ্চয় ওরাও প্রতীক্ষা করছে।[১]
[১] যদি এরা ঈমান না আনে, তবে তুমি আল্লাহর আযাবের অপেক্ষা কর। এরা তো এই অপেক্ষায় আছে যে, হতে পারে ইসলামের জয়লাভ ও প্রভাব-প্রতিপত্তির পূর্বেই তোমার মৃত্যু হয়ে যাবে।