Skip to main content

مَّا لَهٗ مِنْ دَافِعٍۙ   ( الطور: ٨ )

مَّا
Not
নেই
lahu
لَهُۥ
for it
তার জন্যে
min
مِن
any
কোনো
dāfiʿin
دَافِعٍ
preventer
প্রতিরোধকারী

Maa lahoo min daafi' (aṭ-Ṭūr ৫২:৮)

English Sahih:

Of it there is no preventer. (At-Tur [52] : 8)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তার প্রতিরোধকারী কেউ নেই। (আত্ব তূর [৫২] : ৮)

1 Tafsir Ahsanul Bayaan

এর নিবারণকারী কেউ নেই, [১]

[১] এটা হল উল্লিখিত শপথসমূহের জওয়াব। অর্থাৎ, এই সমস্ত জিনিস যা মহান আল্লাহর বিশাল ক্ষমতার নিদর্শন, এ কথা প্রমাণ করে যে, আল্লাহর সেই আযাব অবশ্যই সংঘটিত হবে, যার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তা কেউ রোধ করার কোন ক্ষমতা রাখে না।