Skip to main content

اَمْ لِلْاِنْسَانِ مَا تَمَنّٰىۖ   ( النجم: ٢٤ )

Or
أَمْ
কি
(is) for man
لِلْإِنسَٰنِ
মানুষের জন্য (প্রাপ্য হয়)
what
مَا
যা
he wishes?
تَمَنَّىٰ
সে কামনা করে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

মানুষ কি তাই পায় যা সে চায়? (আল্লাহ যাকে যেভাবে ইচ্ছে সেভাবে দেন ইহকালে আর পরকালে),

English Sahih:

Or is there for man whatever he wishes?

1 Tafsir Ahsanul Bayaan

মানুষ যা আশা করে, তাই কি সে পায়? [১]

[১] অর্থাৎ, এরা যে চায়, এদের এই উপাস্যগুলো এদের উপকার করুক এবং এদের হয়ে সুপারিশ করুক, এটা কখনোই সম্ভব নয়।