Skip to main content

فَغَشّٰىهَا مَا غَشّٰىۚ   ( النجم: ٥٤ )

So covered them
فَغَشَّىٰهَا
তাকে অতঃপর ঢেকে দিল
what
مَا
যা
covered
غَشَّىٰ
ঢেকে দেওয়ার ছিল

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর তাকে আচ্ছন্ন করল যা তাকে আচ্ছন্ন করেছে।

English Sahih:

And covered them by that which He covered.

1 Tafsir Ahsanul Bayaan

তারপর ওকে আচ্ছন্ন করল যা আচ্ছন্ন করার। [১]

[১] অর্থাৎ, তারপর তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়।