Skip to main content

সূরা আর রহমান শ্লোক 12

وَٱلْحَبُّ
এবং শস্য
ذُو
আছে
ٱلْعَصْفِ
ভুসি বিশিষ্ট (দানা)
وَٱلرَّيْحَانُ
ও সুগন্ধ (বিশিষ্ট উদ্ভিদ)

তাফসীর তাইসীরুল কুরআন:

আর খোসা ও ডাটা বিশিষ্ট দানা আর সুগন্ধী গাছ।

1 আহসানুল বায়ান | Tafsir Ahsanul Bayaan

এবং খোসাবিশিষ্ট শস্যদানা[১] ও সুগন্ধ ফুল।[২]

[১] حَبٌّ বলতে এমন সব শস্য যা খাদ্যরূপে পরিগণিত। শস্য শুকিয়ে ভুসি হয়ে যায়, যা পশুতে ভক্ষণ করে।

[২] আরবে তুলসী গাছকে 'রাইহান' বলা হয়।

2 আবু বকর মুহাম্মাদ যাকারিয়া | Tafsir Abu Bakr Zakaria

আর আছে খোসা বিশিষ্ট দানা [১] ও সুগন্ধ ফুল [২]।

[১] حب এর অর্থ শস্য; যেমন গম, বুট, ধান, মাষ, মসুর ইত্যাদি। عصف সেই খোসাকে বলে, যার ভিতরে আল্লাহর কুদরতে মোড়কবিশিষ্ট অবস্থায় শস্যের দানা সৃষ্টি করা যায়। এর সাথে সম্ভবত আরও একটি অবদানের দিকে ইঙ্গিত করা হয়েছে যে, এই খোসা তোমাদের চতুষ্পদ জন্তুর খোরাক হয়, যাদের দুধ তোমরা পান কর এবং যাদের বোঝা বহনের কাজে নিয়োজিত কর। [কুরতুবী; ফাতহুল কাদীর; সা’দী]

[২] ريحان এর প্রসিদ্ধ অর্থ সুগন্ধি। অর্থাৎ আল্লাহ তা'আলা মৃত্তিকা থেকে উৎপন্ন বৃক্ষ থেকে নানা রকমের সুগন্ধি এবং সুগন্ধযুক্ত ফুল সৃষ্টি করেছেন। তাছাড়া ريحان শব্দটি কোন কোন সময় নির্যাস ও রিযিকের অর্থেও ব্যবহৃত হয়। তখন অর্থ হবে, আল্লাহ তা'আলা মাটি থেকে তোমাদের জন্য রিযিকের ব্যবস্থাও করেছেন। [কুরতুবী; ফাতহুল কাদীর]

3 আল-বায়ান ফাউন্ডেশন | Tafsir Bayaan Foundation

আর আছে খোসাযুক্ত দানা ও সুগন্ধিযুক্ত ফুল।

4 মুহিউদ্দীন খান | Muhiuddin Khan

আর আছে খোসাবিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল।

5 জহুরুল হক | Zohurul Hoque

আর আছে খোসা ও সুগন্ধি দানা-থাকা শস্য।