Skip to main content

فِيْهَا فَاكِهَةٌ وَّالنَّخْلُ ذَاتُ الْاَكْمَامِۖ   ( الرحمن: ١١ )

Therein
فِيهَا
তার মধ্যে (আছে)
(is) fruit
فَٰكِهَةٌ
ফলমূল
and date-palms
وَٱلنَّخْلُ
ও খেজুর গাছ
having
ذَاتُ
আছে
sheaths
ٱلْأَكْمَامِ
আবরণ বিশিষ্ট (যার ফল)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এতে আছে নানান ফলমূল, আর খেজুর গাছ যার ফল আবরণে ঢাকা,

English Sahih:

Therein is fruit and palm trees having sheaths [of dates]

1 Tafsir Ahsanul Bayaan

এতে রয়েছে ফলমূল এবং মোচাযুক্ত খেজুর বৃক্ষ।[১]

[১] أَكْمَامٌ হল كِمٌّ এর বহুবচন। وِعَاءُ التَّمْرِ কচি খেজুরের উপরের আবরণ (মোচা)।