Skip to main content

আল ওয়াক্বিয়া শ্লোক ১

اِذَا وَقَعَتِ الْوَاقِعَةُۙ   ( الواقعة: ١ )

When
إِذَا
যখন
occurs
وَقَعَتِ
ঘটবে
the Event
ٱلْوَاقِعَةُ
ঘটনাটি (কিয়ামত)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যখন সেই অবশ্যম্ভাবী ঘটনাটি ঘটবে,

English Sahih:

When the Occurrence occurs,

1 Tafsir Ahsanul Bayaan

যখন সংঘটিতব্য (কিয়ামত) সংঘটিত হবে। [১]

[১] وَاقِعَة কিয়ামতের নামসমূহের অন্যতম নাম। কেননা, তা অবশ্যই সংঘটিত হবে। তাই তার এই নাম।