ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِيْنَۙ ( الواقعة: ٣٩ )
thullatun
ثُلَّةٌ
A company
বহুসংখ্যক
mina
مِّنَ
of
মধ্য হতে
l-awalīna
ٱلْأَوَّلِينَ
the former people
পূর্ববর্তীদের
Sullatum minal awwa leen (al-Wāqiʿah ৫৬:৩৯)
English Sahih:
A company of the former peoples (Al-Waqi'ah [56] : 39)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
(যারা হবে) পূর্ববর্তীদের মধ্য হতে বহু সংখ্যক (আল ওয়াক্বিয়া [৫৬] : ৩৯)
1 Tafsir Ahsanul Bayaan
তাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্যে হতে। [১]
[১] অর্থাৎ, আদম (আঃ) থেকে নিয়ে নবী করীম (সাঃ) পর্যন্ত মানুষদের মধ্য থেকে অথবা মুহাম্মাদ (সাঃ)-এরই উম্মতের পূর্ববর্তীদের মধ্য থেকে।