Skip to main content

আল ওয়াক্বিয়া শ্লোক ৫৫

فَشَارِبُوْنَ شُرْبَ الْهِيْمِۗ   ( الواقعة: ٥٥ )

And will drink
فَشَٰرِبُونَ
অতঃপর পান করবে
(as) drinking
شُرْبَ
পান করার (মত)
(of) the thirsty camels"
ٱلْهِيمِ
পিপাসার্ত উট সমূহের"

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর তা পান করবে পিপাসা-কাতর উটের মত

English Sahih:

And will drink as the drinking of thirsty camels.

1 Tafsir Ahsanul Bayaan

পান করবে পিপাসার্ত উটের ন্যায়। [১]

[১] هِيْمٌ হল أَهْيَمٌ এর বহুবচন। সেই পিপাসিত উটদেরকে বলা হয়, যারা বিশেষ এক রোগের কারণে পানির উপর পানি পান করেই যায়, কিন্তু তাদের পিপাসার নিবৃত্তি হয় না। অর্থাৎ, যাক্কুম খাওয়ার পর পানিও ঐভাবে পান করবে না, যেভাবে সাধারণতঃ পান করা হয়। বরং প্রথমতঃ শাস্তি স্বরূপ তোমরা ফুটন্ত পানিই পাবে। দ্বিতীয়তঃ তোমরা সে পানিকে পিপাসার্ত উটের মত পান করেই যাবে; কিন্তু তোমাদের পিপাসা নিবৃত্ত হবে না।