Skip to main content

আল ওয়াক্বিয়া শ্লোক ৮

فَاَصْحٰبُ الْمَيْمَنَةِ ەۙ مَآ اَصْحٰبُ الْمَيْمَنَةِ ۗ  ( الواقعة: ٨ )

Then (the) companions
فَأَصْحَٰبُ
লোকগুলো অতঃপর
(of) the right
ٱلْمَيْمَنَةِ
ডান হাতের
what
مَآ
কি (ভাগ্যবান)
(are the) companions
أَصْحَٰبُ
লোকগুলো
(of) the right?
ٱلْمَيْمَنَةِ
ডানহাতের

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তখন (হবে) ডান দিকের একটি দল; কত ভাগ্যবান ডান দিকের দল।

English Sahih:

Then the companions of the right – what are the companions of the right?

1 Tafsir Ahsanul Bayaan

ডান হাত-ওয়ালারা; কত ভাগ্যবান ডান হাত-ওয়ালারা! [১]

[১] এ থেকে বুঝানো হয়েছে এমন সব সাধারণ মু'মিনদেরকে, যাঁদেরকে তাঁদের আমলনামা ডান হাতে দেওয়া হবে এবং যেটা তাঁদের সৌভাগ্য লাভের নিদর্শন হবে।