Skip to main content

وَّاِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوْعًاۙ  ( المعارج: ٢١ )

And when
وَإِذَا
এবং কখন
touches him
مَسَّهُ
তাকে স্পর্শ করে
the good
ٱلْخَيْرُ
কল্যাণ
withholding
مَنُوعًا
কৃপণ হয়

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

কল্যাণ তাকে স্পর্শ করলে সে হয়ে পড়ে অতি কৃপণ,

English Sahih:

And when good touches him, withholding [of it],

1 Tafsir Ahsanul Bayaan

আর যখন তাকে কল্যাণ স্পর্শ করে, তখন সে হয় অতি কৃপণ।