وَالَّذِيْنَ فِيْٓ اَمْوَالِهِمْ حَقٌّ مَّعْلُوْمٌۖ ( المعارج: ٢٤ )
And those who
وَٱلَّذِينَ
এবং যারা
their wealth
أَمْوَٰلِهِمْ
তাদের সম্পদ
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
যাদের ধন-সম্পদে একটা সুবিদিত অধিকার আছে,
English Sahih:
And those within whose wealth is a known right
1 Tafsir Ahsanul Bayaan
আর যাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে-[১]
[১] অর্থাৎ, ফরয যাকাত। অনেকের নিকট এ হক ব্যাপক। ওয়াজিব যাকাত ও নফল সাদাকা উভয়ই এর মধ্যে শামিল।
2 Tafsir Abu Bakr Zakaria
আর যাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে
3 Tafsir Bayaan Foundation
আর যাদের ধন-সম্পদে রয়েছে নির্ধারিত হক,
4 Muhiuddin Khan
এবং যাদের ধন-সম্পদে নির্ধারিত হক আছে
5 Zohurul Hoque
আর যারা তাদের ধনসম্পত্তিতে নির্দিষ্ট অধিকার রেখেছে --
- القرآن الكريم - المعارج٧٠ :٢٤
Al-Ma'arij 70:24