Skip to main content

وَثِيَابَكَ فَطَهِّرْۖ  ( المدثر: ٤ )

wathiyābaka
وَثِيَابَكَ
And your clothing
এবং তোমার কাপড়
faṭahhir
فَطَهِّرْ
purify
অতঃপর পবিত্র কর

Wa siyaabaka fatahhir (al-Muddathir ৭৪:৪)

English Sahih:

And your clothing purify. (Al-Muddaththir [74] : 4)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখ। (আল মুদ্দাসসির [৭৪] : ৪)

1 Tafsir Ahsanul Bayaan

তোমার পরিচ্ছদ পবিত্র রাখ। [১]

[১] অর্থাৎ, অন্তর ও নিয়তকে পবিত্র রাখার সাথে সাথে কাপড়কেও পবিত্র রাখ। এই নির্দেশ এই জন্য দেওয়া হয় যে, মক্কাবাসীরা পবিত্রতার প্রতি যত্ন নিত না।