Skip to main content

وَالرُّجْزَ فَاهْجُرْۖ   ( المدثر: ٥ )

wal-ruj'za
وَٱلرُّجْزَ
And uncleanliness
এবং অপবিত্রতা
fa-uh'jur
فَٱهْجُرْ
avoid
অতএব দূরে থাক

Warrujza fahjur (al-Muddathir ৭৪:৫)

English Sahih:

And uncleanliness avoid. (Al-Muddaththir [74] : 5)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

(যাবতীয়) অপবিত্রতা থেকে দূরে থাক। (আল মুদ্দাসসির [৭৪] : ৫)

1 Tafsir Ahsanul Bayaan

অপবিত্রতা বর্জন কর। [১]

[১] অর্থাৎ, মূর্তিপূজা ছেড়ে দাও। এটা আসলে রসূল (সাঃ)-এর মাধ্যমে লোকদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে।