Skip to main content

আল মুদ্দাসসির শ্লোক ৫১

فَرَّتْ مِنْ قَسْوَرَةٍۗ  ( المدثر: ٥١ )

Fleeing
فَرَّتْ
পলায়ন করছে
from
مِن
থেকে
a lion?
قَسْوَرَةٍۭ
সিংহ

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সিংহের সামনে থেকে পালাচ্ছে।

English Sahih:

Fleeing from a lion?

1 Tafsir Ahsanul Bayaan

যারা সিংহের সম্মুখ হতে পলায়নপর। [১]

[১] অর্থাৎ, এদের সত্যের প্রতি বিদ্বেষ এবং তা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ব্যাপারটা ঐ রকমই যেমন, ভীত-সন্ত্রস্ত জংলী গাধা সিংহ দেখে পালায়, যখন সে তাকে শিকার করতে চায়। قَسْوَرَةٌ অর্থ সিংহ। কেউ কেউ এর অর্থ তিরন্দাজও করেছেন।