Skip to main content

আল ক্বেয়ামাহ শ্লোক ৪

بَلٰى قَادِرِيْنَ عَلٰٓى اَنْ نُّسَوِّيَ بَنَانَهٗ   ( القيامة: ٤ )

Nay!
بَلَىٰ
কােনো না
[We are] able
قَٰدِرِينَ
সক্ষম
on
عَلَىٰٓ
এতে
that
أَن
যে
We can restore
نُّسَوِّىَ
পূর্ণবিন্যস্ত আমরা করবো
his fingertips
بَنَانَهُۥ
তার আঙ্গুলির অগ্রভাগ

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

কেন নয়, আমি তার আঙ্গুলের ডগা পর্যন্ত সঠিকভাবে বানিয়ে দিতে সক্ষম

English Sahih:

Yes. [We are] Able [even] to proportion his fingertips.

1 Tafsir Ahsanul Bayaan

অবশ্যই। আমি ওর আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত সুবিন্যস্ত করতে সক্ষম।[১]

[১] بَنَانٌ হাত-পায়ের (আঙ্গুলের) অগ্রভাগকে বলা হয়; যা জোড়, নখ, সূক্ষ্ম উপশিরা এবং পাতলা হাড় (চামড়ার উপর সূক্ষ্ম রেখা) ইত্যাদি সমন্বিত থাকে। এত সূক্ষ্ম জিনিসগুলোকে তো আমি ঠিক ঠিকভাবে জুড়ে দেব। তাহলে বড় বড় অংশগুলোকে জোড়া দেওয়া কি আমার জন্য কোন কঠিন কাজ হবে? (আঙ্গুলের অগ্রভাগে যে সূক্ষ্মাতিসূক্ষ্ম রেখা আছে এবং তা এমন সূক্ষ্মভাবে সুবিন্যস্ত আছে যে, একজনের আঙ্গুলের ছাপ অন্যজনের সাথে মিলে না। সুতরাং কী আজব কুদরত সেই মহান স্রষ্টার! -সম্পাদক)