Skip to main content

আল ক্বেয়ামাহ শ্লোক ৮

وَخَسَفَ الْقَمَرُۙ  ( القيامة: ٨ )

And becomes dark
وَخَسَفَ
এবং আলোকহীন হবে
the moon
ٱلْقَمَرُ
চাঁদ

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

চাঁদ হয়ে যাবে আলোকহীন

English Sahih:

And the moon darkens.

1 Tafsir Ahsanul Bayaan

এবং চন্দ্র জ্যোতিবিহীন হয়ে পড়বে। [১]

[১] যখন চাঁদে গ্রহণ লাগে, তখনও সে (চাঁদ) জ্যোতিবিহীন হয়ে যায়। কিন্তু যে চাঁদ কিয়ামতের নিদর্শন স্বরূপ জ্যোতিবিহীন হবে তাতে পুনরায় আর জ্যোতি ফিরে আসবে না।