Skip to main content

لِاَيِّ يَوْمٍ اُجِّلَتْۗ  ( المرسلات: ١٢ )

li-ayyi
لِأَىِّ
For what
কোন জন্য
yawmin
يَوْمٍ
Day
দিনের
ujjilat
أُجِّلَتْ
are (these) postponed?
স্থগিত করা হয়েছে

Li ayyi yawmin ujjilat (al-Mursalāt ৭৭:১২)

English Sahih:

For what Day was it postponed? (Al-Mursalat [77] : 12)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

(এ সব বিষয়) কোন দিনের জন্য স্থগিত রাখা হয়েছে? (আল মুরসালাত [৭৭] : ১২)

1 Tafsir Ahsanul Bayaan

এই সমুদয় বিলম্বিত করা হয়েছে কোন্ দিবসের জন্য? [১]

[১] এখানে জিজ্ঞাসা মাহাত্ম্য ও বিস্ময় প্রকাশের জন্য। অর্থাৎ, কি মহান দিনের জন্য, ঐ নবীদেরকে একত্রিত হওয়ার সময় বিলম্বিত করা হয়েছে; যেদিনের কঠিনতা এবং ভয়াবহতা মানুষের জন্য বড়ই বিস্ময়কর হবে।