Skip to main content

আল মুরসালাত শ্লোক ৩৬

وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُوْنَ   ( المرسلات: ٣٦ )

And not
وَلَا
না আর
will it be permitted
يُؤْذَنُ
অনুুমতি দেওয়া হবে
for them
لَهُمْ
তাদের কে
to make excuses
فَيَعْتَذِرُونَ
তারা ওজর পেশ যে করবে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তাদেরকে কোন ওজর পেশ করারও সুযোগ দেয়া হবে না।

English Sahih:

Nor will it be permitted for them to make an excuse.

1 Tafsir Ahsanul Bayaan

এবং তাদেরকে ওজর পেশ করার অনুমতি দেওয়া হবে না।[১]

[১] অর্থাৎ, তাদের কাছে পেশ করার মত এমন কোন গ্রহণযোগ্য ওজর থাকবে না, যা তারা পেশ করে মুক্তি পেতে সক্ষম হবে।