আন-নাবা শ্লোক ১০ArabicBangla/BengaliDeutsch/GermanEnglishHindiIndonesiaRussianTamilTürkçeUrduوَّجَعَلْنَا الَّيْلَ لِبَاسًاۙ ( النبإ: ١٠ )And We madeوَجَعَلْنَاএবং আমরা বানিয়েছিthe nightٱلَّيْلَরাতকে(as) coveringلِبَاسًاআবরণ স্বরূপতাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):Ads by Muslim Ad Networkরাতকে করেছি আবরণ,English Sahih:And made the night as clothing. Collapse1 Tafsir Ahsanul Bayaanরাত্রিকে করেছি আবরণ স্বরূপ। [১] [১] অর্থাৎ, রাতের অন্ধকার এবং কালো বর্ণ প্রতিটি জিনিসকে নিজের আঁচলে আবৃত ও গোপন করে নেয়। যেমনভাবে, আবরণ বা পোষাক-পরিচ্ছদ মানুষের দেহকে আবৃত ও গোপন করে নেয়। 2 Tafsir Abu Bakr Zakariaআর করেছি রাতকে আবরণ, 3 Tafsir Bayaan Foundationআর আমি রাতকে করেছি আবরণ।4 Muhiuddin Khanরাত্রিকে করেছি আবরণ।5 Zohurul Hoqueআর রাতকে করেছি পোশাকস্বরূপ;
1 Tafsir Ahsanul Bayaanরাত্রিকে করেছি আবরণ স্বরূপ। [১] [১] অর্থাৎ, রাতের অন্ধকার এবং কালো বর্ণ প্রতিটি জিনিসকে নিজের আঁচলে আবৃত ও গোপন করে নেয়। যেমনভাবে, আবরণ বা পোষাক-পরিচ্ছদ মানুষের দেহকে আবৃত ও গোপন করে নেয়।