Skip to main content

وَّالسّٰبِحٰتِ سَبْحًاۙ  ( النازعات: ٣ )

And those who glide
وَٱلسَّٰبِحَٰتِ
শপথ সাঁতারকারী (ফেরেশতাদের)
swimming
سَبْحًا
(যারা তীব্র গতিতে) সাঁতরায়

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

শপথ সেই ফেরেশতাদের যারা দ্রুতগতিতে সাঁতার কাটে,

English Sahih:

And [by] those who glide [as if] swimming

1 Tafsir Ahsanul Bayaan

শপথ তাদের; যারা তীব্র গতিতে সন্তরণ করে। [১]

[১] سبح শব্দের অর্থ হল সাঁতার কাটা। ফিরিশতা আত্মা বের করার সময় মানুষের শরীরে প্রবেশ করে এমনভাবে সাঁতার কাটেন যেমন, ডুবুরীরা মণিমুক্তা খোঁজার উদ্দেশ্যে সমুদ্রের গভীরে সাঁতার কেটে থাকে। অথবা অর্থ এটাও হতে পারে যে, আল্লাহর হুকুম নিয়ে ফিরিশতারা খুব শীঘ্রতার সাথে আসমান থেকে যমীনে সাঁতার কেটে অবতরণ করেন। কেননা, দ্রুতগামী ঘোড়াকেও سابح বলা হয়।