Skip to main content

كَلَّآ اِنَّهَا تَذْكِرَةٌ ۚ  ( عبس: ١١ )

kallā
كَلَّآ
Nay!
কখনও না
innahā
إِنَّهَا
Indeed it
নিশ্চয়ই তা
tadhkiratun
تَذْكِرَةٌ
(is) a reminder
উপদেশ

Kalla innaha tazkirah (ʿAbasa ৮০:১১)

English Sahih:

No! Indeed, they [i.e., these verses] are a reminder; ('Abasa [80] : 11)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

না, এটা মোটেই ঠিক নয়, এটা তো উপদেশ বাণী, (আবাসা [৮০] : ১১)

1 Tafsir Ahsanul Bayaan

কক্ষনো (এরূপ করবে) না।[১] এটা তো উপদেশবাণী;

[১] অর্থাৎ, গরীব-মিসকীন ব্যক্তি থেকে মুখ ফিরিয়ে নেওয়া আর ধনবান ব্যক্তির প্রতি খাস মনোযোগ দেওয়া ঠিক নয়। এর ভাবার্থ হল যে, আগামীতে যেন পুনর্বার এইরূপ না ঘটে।