আবাসা শ্লোক ৯ArabicBangla/BengaliDeutsch/GermanEnglishHindiIndonesiaRussianTamilTürkçeUrduوَهُوَ يَخْشٰىۙ ( عبس: ٩ )While heوَهُوَএবং সেfearsيَخْشَىٰভয় করেতাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):আর সে ভয়ও করে,English Sahih:While he fears [Allah], Collapse1 Tafsir Ahsanul Bayaanসভয় মনে, [১] [১] অর্থাৎ, আল্লাহর ভয়ও তার হৃদয়ে আছে, যার কারণে আশা করা যায় যে, তোমার বাণী তার জন্য উপকারী হবে। আর সে তা গ্রহণ করবে এবং তার উপর আমল করবে। 2 Tafsir Abu Bakr Zakariaআর সে সশঙ্কচিত্ত, 3 Tafsir Bayaan Foundationআর সে ভয়ও করে,4 Muhiuddin Khanএমতাবস্থায় যে, সে ভয় করে,5 Zohurul Hoqueআর সে ভয় করছিল,
1 Tafsir Ahsanul Bayaanসভয় মনে, [১] [১] অর্থাৎ, আল্লাহর ভয়ও তার হৃদয়ে আছে, যার কারণে আশা করা যায় যে, তোমার বাণী তার জন্য উপকারী হবে। আর সে তা গ্রহণ করবে এবং তার উপর আমল করবে।