Skip to main content

وَهُوَ يَخْشٰىۙ  ( عبس: ٩ )

wahuwa
وَهُوَ
While he
এবং সে
yakhshā
يَخْشَىٰ
fears
ভয় করে

Wahuwa yakhshaa, (ʿAbasa ৮০:৯)

English Sahih:

While he fears [Allah], ('Abasa [80] : 9)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর সে ভয়ও করে, (আবাসা [৮০] : ৯)

1 Tafsir Ahsanul Bayaan

সভয় মনে, [১]

[১] অর্থাৎ, আল্লাহর ভয়ও তার হৃদয়ে আছে, যার কারণে আশা করা যায় যে, তোমার বাণী তার জন্য উপকারী হবে। আর সে তা গ্রহণ করবে এবং তার উপর আমল করবে।