Skip to main content

وَاِذَا النُّفُوْسُ زُوِّجَتْۖ  ( التكوير: ٧ )

And when
وَإِذَا
এবং যখন
the souls
ٱلنُّفُوسُ
আত্মাগুলোকে
are paired
زُوِّجَتْ
জুড়ে দেয়া হবে (শরীরের সাথে)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যখন দেহের সঙ্গে আত্মাগুলোকে আবার জুড়ে দেয়া হবে,

English Sahih:

And when the souls are paired

1 Tafsir Ahsanul Bayaan

যখন আত্মাসমূহকে (স্ব-স্ব দেহে) পুনঃসংযোজিত করা হবে,[১]

[১] এর কয়েকটি মর্মার্থ বর্ণনা করা হয়েছে। তার মধ্যে সর্বাধিক বেশী যুক্তিযুক্ত অর্থ এই যে, প্রতিটি মানুষকে তার পথ ও মতানুসারীর শ্রেণীভুক্ত করা হবে; অর্থাৎ মু'মিনকে মুমিনের সাথে, পাপীকে পাপী ব্যক্তির সাথে, ইহুদীকে ইহুদীর সাথে এবং খ্রিষ্টানকে খ্রিষ্টানের সাথে মিলানো হবে।