Skip to main content

وَاِذَا الْقُبُوْرُ بُعْثِرَتْۙ  ( الإنفطار: ٤ )

And when
وَإِذَا
এবং যখন
the graves
ٱلْقُبُورُ
কবরগুলো
are overturned
بُعْثِرَتْ
উন্মোচিত হবে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যখন কবরস্থ মানুষদেরকে উঠানো হবে,

English Sahih:

And when the [contents of] graves are scattered [i.e., exposed],

1 Tafsir Ahsanul Bayaan

এবং যখন কবরসমূহ উন্মোচিত হবে; [১]

[১] অর্থাৎ, কবর থেকে মৃতরা জীবন্ত হয়ে বাইরে বেরিয়ে আসবে। بُعثِرَت এর অর্থ হল, উৎপাটিত হবে অথবা তার মাটিকে উলট-পালট করে দেওয়া হবে।