Skip to main content

وَالسَّمَاۤءِ ذَاتِ الْبُرُوْجِۙ   ( البروج: ١ )

By the sky
وَٱلسَّمَآءِ
শপথ আকাশের
containing
ذَاتِ
বিশিষ্ট
the constellations
ٱلْبُرُوجِ
বুরুজ/ গ্রহ-নক্ষত্র

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের

English Sahih:

By the sky containing great stars

1 Tafsir Ahsanul Bayaan

শপথ রাশিচক্র বিশিষ্ট আকাশের। [১]

[১] بُروج শব্দটি برج শব্দের বহুবচন। এর আসল অর্থ হল প্রকাশ। রাশিচক্র নক্ষত্রমালার প্রাসাদ ও অট্টালিকার মত। আর তা আকাশে প্রকাশ ও স্পষ্ট হওয়ার কারণে 'বুরূজ' বলা হয়। এ ব্যাপারে বিস্তারিত দেখুন সূরা ফুরকান ২৫;৬১ নং আয়াতের টীকা। কেউ কেউ বলেন, 'বুরূজ' থেকে উদ্দেশ্য হল নক্ষত্রপুঞ্জ। অর্থাৎ, নক্ষত্রপুঞ্জবিশিষ্ট আকাশের কসম। আবার অনেকে বলেন, এর উদ্দেশ্য হল, আসমানের দরজাসমূহ অথবা চাঁদের কক্ষপথ। (ফাতহুল ক্বাদীর)