Skip to main content

النَّارِ ذَاتِ الْوَقُوْدِۙ   ( البروج: ٥ )

(Of) the fire
ٱلنَّارِ
আগুনের
full
ذَاتِ
বিশিষ্ট
(of) the fuel
ٱلْوَقُودِ
(প্রজ্জ্বলিত) ইন্ধন

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

(যে গর্তে) দাউ দাউ করে জ্বলা ইন্ধনের আগুন ছিল,

English Sahih:

[Containing] the fire full of fuel,

1 Tafsir Ahsanul Bayaan

(যে কুন্ডে ছিল) ইন্ধনপূর্ণ অগ্নি।[১]

[১] النَّار শব্দটি الأخدُود থেকে বদলে ইশতিমাল। ذات الوقود শব্দটি النار শব্দের সিফাত (বিশেষণ)। অর্থাৎ, খন্দক কি ধরনের ছিল? ইন্ধনপূর্ণ অগ্নি। যা ঈমানদারদেরকে নিক্ষেপ করার জন্য প্রজ্বলিত করা হয়েছিল।