Skip to main content

আত্ব-তারিক্ব শ্লোক ৩

النَّجْمُ الثَّاقِبُۙ   ( الطارق: ٣ )

(It is) the star
ٱلنَّجْمُ
নক্ষত্র
the piercing!
ٱلثَّاقِبُ
উজ্জ্বল

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

উজ্জ্বল নক্ষত্র।

English Sahih:

It is the piercing star

1 Tafsir Ahsanul Bayaan

ওটা দীপ্তিমান নক্ষত্র! [১]

[১] طارق থেকে কি উদ্দেশ্য তা কুরআন স্পষ্ট করে দিয়েছে। অর্থাৎ, উজ্জ্বল নক্ষত্র, طارق শব্দটি طرق থেকে উৎপত্তি হয়েছে। যার আভিধানিক অর্থ হল খটখট শব্দ করা। কিন্তু রাত্রির বেলায় আগমনকারীর জন্যও طارق শব্দ ব্যবহার করা হয়। নক্ষত্রকেও طارق এই জন্য বলা হয় যে, নক্ষত্র দিনের বেলায় লুকিয়ে থাকে এবং রাত্রির বেলায় প্রকাশ পায়।