Skip to main content
bismillah

وَٱلسَّمَآءِ
শপথ আকাশের
وَٱلطَّارِقِ
এবং রাত্রে আত্মপ্রকাশকারী (নক্ষত্রের)

শপথ আসমানের আর যা রাতে আসে তার,

ব্যাখ্যা

وَمَآ
এবং কিসে
أَدْرَىٰكَ
তোমাকে জানাবে
مَا
কি সেই
ٱلطَّارِقُ
রাতে আত্মপ্রকাশকারী

তুমি কি জান যা রাতে আসে তা কী?

ব্যাখ্যা

ٱلنَّجْمُ
নক্ষত্র
ٱلثَّاقِبُ
উজ্জ্বল

উজ্জ্বল নক্ষত্র।

ব্যাখ্যা

إِن
নেই
كُلُّ
কোন
نَفْسٍ
ব্যক্তি
لَّمَّا
এ ছাড়া যে
عَلَيْهَا
তার উপর
حَافِظٌ
তত্ত্বাবধায়ক

প্রত্যেক আত্মার সাথে একজন সংরক্ষক আছে।

ব্যাখ্যা

فَلْيَنظُرِ
অতএব লক্ষ করা উচিৎ
ٱلْإِنسَٰنُ
মানুষের
مِمَّ
কি থেকে
خُلِقَ
সৃষ্টি করা হয়েছে (তাকে)

অতঃপর মানুষ চিন্তা করে দেখুক কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে।

ব্যাখ্যা

خُلِقَ
সৃষ্টি করা হয়েছে
مِن
থেকে
مَّآءٍ
পানি
دَافِقٍ
সবেগে স্খলিত

তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে বের হয়ে আসা পানি থেকে।

ব্যাখ্যা

يَخْرُجُ
যা বের হয়
مِنۢ
থেকে
بَيْنِ
মাঝ
ٱلصُّلْبِ
মেরুদণ্ড
وَٱلتَّرَآئِبِ
ও বক্ষপিঞ্জরের

যা বের হয় শিরদাঁড়া ও পাঁজরের মাঝখান থেকে।

ব্যাখ্যা

إِنَّهُۥ
নিশ্চয়ই তিনি
عَلَىٰ
ব্যাপারে
رَجْعِهِۦ
তার প্রত্যাবর্তনে
لَقَادِرٌ
অবশ্যই সক্ষম

তিনি মানুষকে আবার (জীবনে) ফিরিয়ে আনতে অবশ্যই সক্ষম।

ব্যাখ্যা

يَوْمَ
সেদিন
تُبْلَى
পরীক্ষা করা হবে
ٱلسَّرَآئِرُ
গোপন বিষয়াবলী

যেদিন (কাজকর্ম আকীদা বিশ্বাস ও নিয়্যাত সম্পর্কিত) গোপন বিষয়াদি যাচাই পরখ করা হবে।

ব্যাখ্যা

فَمَا
অতঃপর না
لَهُۥ
তার জন্য (থাকবে)
مِن
কোন
قُوَّةٍ
শক্তি
وَلَا
আর না
نَاصِرٍ
কোনো সাহায্যকারী

সেদিন মানুষের না থাকবে নিজের কোন সামর্থ্য, আর না থাকবে কোন সাহায্যকারী।

ব্যাখ্যা
কুরআন মজীদ :
আত্ব-তারিক্ব
القرآن الكريم:الطارق
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):At-Tariq
সূরা না:86
আয়াত:17
মোট শব্দ:61
মোট অক্ষর:239
রুকু সংখ্যা:1
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:36
শ্লোক থেকে শুরু:5931