Skip to main content

الَّتِيْ لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى الْبِلَادِۖ  ( الفجر: ٨ )

Which
ٱلَّتِى
যা (এমন ছিল যে)
not
لَمْ
নি
had been created
يُخْلَقْ
নির্মিত হয়
like them
مِثْلُهَا
তার সমতুল্য (কোন জাতি)
in
فِى
হতে
the cities
ٱلْبِلَٰدِ
দেশ সমূহে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যার সমতুল্য অন্য কোন দেশে নির্মিত হয়নি।

English Sahih:

The likes of whom had never been created in the land?

1 Tafsir Ahsanul Bayaan

যার সমতুল্য জাতি অন্য কোন দেশে সৃষ্টি হয়নি। [১]

[১] অর্থাৎ, এমন সুদীর্ঘ দেহী, বলবান ও শক্তিশালী আর কোন জাতি সৃষ্টি হয়নি। এই জাতি গর্ব করে বলত যে, 'আমাদের থেকে অধিক শক্তিশালী আর কারা আছে।' (সূরা হা -মীম সাজদাহ ৪১;১৫ আয়াত)