Skip to main content
bismillah

وَٱلْفَجْرِ
শপথ ঊষার

ঊষার শপথ,

ব্যাখ্যা

وَلَيَالٍ
শপথ রাতের
عَشْرٍ
দশ

(জিলহাজ্জ মাসের প্রথম) দশ রাতের শপথ,

ব্যাখ্যা

وَٱلشَّفْعِ
শপথ জোড়ের
وَٱلْوَتْرِ
ও বেজোড়ের

জোড় ও বেজোড়ের শপথ,

ব্যাখ্যা

وَٱلَّيْلِ
শপথ রাতের
إِذَا
যখন
يَسْرِ
তা যেতে থাকে

আর রাতের শপথ যখন তা গত হতে থাকে,

ব্যাখ্যা

هَلْ
কি
فِى
মধ্যে (আছে)
ذَٰلِكَ
এর
قَسَمٌ
কোনো শপথ (কোনো প্রমাণ)
لِّذِى
সম্পন্ন ব্যক্তির জন্য
حِجْرٍ
বোধশক্তি

অবশ্যই এতে জ্ঞানী ব্যক্তির জন্য শপথ আছে।

ব্যাখ্যা

أَلَمْ
নি কি
تَرَ
তুমি দেখ
كَيْفَ
কেমন
فَعَلَ
করেছেন
رَبُّكَ
তোমার রব
بِعَادٍ
আ'দ বংশের সাথে

তুমি কি দেখনি তোমার প্রতিপালক ‘আদ জাতির সঙ্গে কী ব্যবহার করেছিলেন?

ব্যাখ্যা

إِرَمَ
ইরাম গোত্রের (প্রতি)
ذَاتِ
অধিকারী (ছিল)
ٱلْعِمَادِ
সুউচ্চ প্রাসাদের

উচ্চ স্তম্ভ নির্মাণকারী ইরাম গোত্রের প্রতি?

ব্যাখ্যা

ٱلَّتِى
যা (এমন ছিল যে)
لَمْ
নি
يُخْلَقْ
নির্মিত হয়
مِثْلُهَا
তার সমতুল্য (কোন জাতি)
فِى
হতে
ٱلْبِلَٰدِ
দেশ সমূহে

যার সমতুল্য অন্য কোন দেশে নির্মিত হয়নি।

ব্যাখ্যা

وَثَمُودَ
এবং (কেমন করেছেন সামূদদের সাথে)
ٱلَّذِينَ
যারা
جَابُوا۟
কেটেছিল
ٱلصَّخْرَ
পাথর (ভূমি সমূহ)
بِٱلْوَادِ
উপত্যকার

এবং সামূদের প্রতি যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল?

ব্যাখ্যা

وَفِرْعَوْنَ
এবং (কেমন করেছেন) ফিরআউনের সাথে
ذِى
(যে ছিল) অধিপতি
ٱلْأَوْتَادِ
কীলকসমূহের (সৈন্য শিবিরের)

এবং (সেনা ছাউনী স্থাপনের কাজে ব্যবহৃত) কীলক-এর অধিপতি ফেরাউনের প্রতি?

ব্যাখ্যা
কুরআন মজীদ :
আল ফজর
القرآن الكريم:الفجر
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):Al-Fajr
সূরা না:89
আয়াত:30
মোট শব্দ:139
মোট অক্ষর:597
রুকু সংখ্যা:1
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:10
শ্লোক থেকে শুরু:5993