Skip to main content

اَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍۖ  ( الفجر: ٦ )

Do not
أَلَمْ
নি কি
you see
تَرَ
তুমি দেখ
how
كَيْفَ
কেমন
dealt
فَعَلَ
করেছেন
your Lord
رَبُّكَ
তোমার রব
with Aad
بِعَادٍ
আ'দ বংশের সাথে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তুমি কি দেখনি তোমার প্রতিপালক ‘আদ জাতির সঙ্গে কী ব্যবহার করেছিলেন?

English Sahih:

Have you not considered how your Lord dealt with Aad .

1 Tafsir Ahsanul Bayaan

তুমি কি দেখনি, তোমার প্রতিপালক আ’দ জাতির সাথে কিরূপ আচরণ করেছিলেন; [১]

[১] তাদের প্রতি হূদ (আঃ)-কে নবী বানিয়ে প্রেরণ করা হয়েছিল। তারা তাঁকে মিথ্যা ভাবল, অবশেষে প্রচন্ড ঝড়ো-হাওয়ার কঠিন আযাব তাদেরকে বেষ্টন করে ফেলল। নিরবচ্ছিন্নভাবে সাত রাত এবং আট দিন পর্যন্ত এই আযাব তাদের উপর অটল ছিল। (সূরা হাক্কবাহ ৬৯;৬-৮ আয়াত) যা তাদেরকে তছনছ করে ফেলেছিল।