Skip to main content

عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ ࣖ  ( البلد: ٢٠ )

ʿalayhim
عَلَيْهِمْ
Over them
তাদের উপর
nārun
نَارٌ
(will be the) Fire
আগুন
mu'ṣadatun
مُّؤْصَدَةٌۢ
closed in
পরিবেষ্টনকারী (হয়ে থাকবে)

Alaihim naarum mu'sadah (al-Balad ৯০:২০)

English Sahih:

Over them will be fire closed in. (Al-Balad [90] : 20)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তাদেরকে আচ্ছন্ন করবে অবরুদ্ধকারী আগুন। (আল বালাদ [৯০] : ২০)

1 Tafsir Ahsanul Bayaan

তাদের উপরই রয়েছে অবরুদ্ধ অগ্নি।[১]

[১] مؤصَدَة এর অর্থ হল مُغلَقَة অর্থাৎ বন্ধ। তার মানে হল, তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে তার চতুর্দিক বন্ধ করে দেওয়া হবে। যাতে প্রথমতঃ আগুনের সম্পূর্ণ তাপ তাদেরকে পৌঁছে এবং দ্বিতীয়তঃ সেখান হতে পলায়ন করে কোথাও যেতে না পারে।