Skip to main content

اِنَّ سَعْيَكُمْ لَشَتّٰىۗ  ( الليل: ٤ )

Indeed
إِنَّ
নিশ্চয়ই
your efforts
سَعْيَكُمْ
তোমাদের কর্মপ্রচেষ্টা
(are) surely diverse
لَشَتَّىٰ
অবশ্যই বিভিন্ন প্রকৃতির

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তোমাদের চেষ্টা সাধনা অবশ্যই বিভিন্নমুখী।

English Sahih:

Indeed, your efforts are diverse.

1 Tafsir Ahsanul Bayaan

অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্নমুখী। [১]

[১] অর্থাৎ, কেউ সৎকর্ম করে; সুতরাং তার প্রতিদান হবে জান্নাত। আর কেউ অসৎ কর্ম করে; আর তার পরিণাম হবে জাহান্নাম। এ আয়াতটি কসমের জবাব।