Skip to main content

فَاَمَّا مَنْ اَعْطٰى وَاتَّقٰىۙ  ( الليل: ٥ )

Then as for
فَأَمَّا
অতঃপর (তার) ক্ষেত্রে
(him) who
مَنْ
যে
gives
أَعْطَىٰ
দান করলো
and fears
وَٱتَّقَىٰ
ও খোদাভীরু হলো

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতএব যে ব্যক্তি (আল্লাহর সন্তুষ্টির জন্য) দান করে ও (আল্লাহকে) ভয় করে,

English Sahih:

As for he who gives and fears Allah .

1 Tafsir Ahsanul Bayaan

সুতরাং যে দান করে ও আল্লাহকে ভয় করে, [১]

[১] অর্থাৎ, ভাল কাজে খরচ করে এবং নিষিদ্ধ কর্ম হতে দূরে থাকে।