Skip to main content

رَسُوْلٌ مِّنَ اللّٰهِ يَتْلُوْا صُحُفًا مُّطَهَّرَةًۙ  ( البينة: ٢ )

A Messenger
رَسُولٌ
একজন রাসূল
from
مِّنَ
পক্ষ হতে
Allah
ٱللَّهِ
আল্লাহর
reciting
يَتْلُوا۟
যে আবৃত্তি করবে
pages
صُحُفًا
সহীফাসমূহ
purified
مُّطَهَّرَةً
পবিত্র

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

(অর্থাৎ) আল্লাহর নিকট হতে একজন রসূল, যে পাঠ করে পবিত্র গ্রন্থ।

English Sahih:

A Messenger from Allah, reciting purified scriptures

1 Tafsir Ahsanul Bayaan

আল্লাহর নিকট হতে এক রসূল; [১] যে আবৃত্তি করে পবিত্র গ্রন্থ।[২]

[১] 'রসূল' থেকে উদ্দেশ্য হল নবী মুহাম্মাদ (সাঃ)।

[২] অর্থাৎ, কুরআন মাজীদ যা 'লাওহে মাহ্ফূয'-এ পবিত্র পাতায় লিপিবদ্ধ আছে।