وَحُصِّلَ مَا فِى الصُّدُوْرِۙ ( العاديات: ١٠ )
waḥuṣṣila
وَحُصِّلَ
And is made apparent
এবং প্রকাশ করা হবে
mā
مَا
what
যা কিছু
fī
فِى
(is) in
মধ্যে আছে
l-ṣudūri
ٱلصُّدُورِ
the breasts?
অন্তরসমূহের
Wa hussila maa fis sudoor (al-ʿĀdiyāt ১০০:১০)
English Sahih:
And that within the breasts is obtained, (Al-'Adiyat [100] : 10)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আর অন্তরে যা (কিছু লুকানো) আছে তা প্রকাশ করা হবে, (আদিয়াত [১০০] : ১০)
1 Tafsir Ahsanul Bayaan
এবং অন্তরে যা আছে, তা প্রকাশ করা হবে। [১]
[১] حُصِّل এর মানে হল, অন্তরে যা কিছু গোপন আছে তা প্রকাশ করে দেওয়া হবে।