Skip to main content

حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَۗ  ( التكاثر: ٢ )

ḥattā
حَتَّىٰ
Until
যতক্ষণ না
zur'tumu
زُرْتُمُ
you visit
তোমরা উপস্থিত হও
l-maqābira
ٱلْمَقَابِرَ
the graves
কবরসমূহে

Hatta zurtumul-maqaabir (at-Takāthur ১০২:২)

English Sahih:

Until you visit the graveyards. (At-Takathur [102] : 2)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এমনকি (এ অবস্থাতেই) তোমরা কবরে এসে পড়। (তাকাসূর [১০২] : ২)

1 Tafsir Ahsanul Bayaan

যতক্ষণ না তোমরা (মরে) কবরে উপস্থিত হও। [১]

[১] এর অর্থ হল, অধিকাধিক (মাল-ধন) উপার্জন করার উদ্দেশ্যে পরিশ্রম করতে করতে মৃত্যু তোমাদেরকে গ্রাস করে ফেলল এবং শেষ পর্যন্ত তোমরা কবরে গিয়ে পৌঁছলে!