Skip to main content

وَلَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِۗ  ( الماعون: ٣ )

And (does) not
وَلَا
এবং না
feel the urge
يَحُضُّ
উৎসাহিত করে
to
عَلَىٰ
ব্যাপারে
feed
طَعَامِ
খাদ্যদানের
the poor
ٱلْمِسْكِينِ
অভাবগ্রস্তকে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহ দেয় না

English Sahih:

And does not encourage the feeding of the poor.

1 Tafsir Ahsanul Bayaan

এবং সে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ প্রদান করে না। [১]

[১] এ কর্মও তারাই করবে, যাদের মধ্যে উক্ত গুণসমূহ বিদ্যমান থাকবে। নচেৎ এও এতীমের মত মিসকীনদেরকেও রূঢ়ভাবে তাড়িয়ে দেবে।