Skip to main content
bismillah

أَرَءَيْتَ
তুমি কি দেখেছ
ٱلَّذِى
(তাকে) যে
يُكَذِّبُ
মিথ্যা অভিহিত করে
بِٱلدِّينِ
বিচার দিনকে

তুমি কি তাকে দেখেছ, যে কর্মফল (দিবসকে) অস্বীকার করে?

ব্যাখ্যা

فَذَٰلِكَ
সে তো সে-ই
ٱلَّذِى
যে
يَدُعُّ
ধাক্কা দেয়
ٱلْيَتِيمَ
ইয়াতিমকে

সে তো সেই (লোক) যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়,

ব্যাখ্যা

وَلَا
এবং না
يَحُضُّ
উৎসাহিত করে
عَلَىٰ
ব্যাপারে
طَعَامِ
খাদ্যদানের
ٱلْمِسْكِينِ
অভাবগ্রস্তকে

এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহ দেয় না

ব্যাখ্যা

فَوَيْلٌ
অতএব দুর্ভোগ
لِّلْمُصَلِّينَ
(ঐসব) সালাত আদায়কারীদের জন্য

অতএব দুর্ভোগ সে সব নামায আদায়কারীর

ব্যাখ্যা

ٱلَّذِينَ
যাদের (বৈশিষ্ট্য হলো)
هُمْ
তারা
عَن
সম্বন্ধে
صَلَاتِهِمْ
তাদের সালাত
سَاهُونَ
উদাসীন

যারা নিজেদের নামাযের ব্যাপারে উদাসীন,

ব্যাখ্যা

ٱلَّذِينَ
যাদের (বৈশিষ্ট্য হলো)
هُمْ
তারা
يُرَآءُونَ
লোকদেখানোর (কাজ করে)

যারা লোক দেখানোর জন্য তা করে,

ব্যাখ্যা

وَيَمْنَعُونَ
এবং দেওয়া হতে বিরত থাকে
ٱلْمَاعُونَ
সংসারের প্রয়োজনীয় ছোটখাটো জিনিসের

এবং প্রয়োজনীয় গৃহসামগ্রী দানের ছোট খাট সাহায্য করা থেকেও বিরত থাকে।

ব্যাখ্যা
কুরআন মজীদ :
মাঊন
القرآن الكريم:الماعون
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):Al-Ma'un
সূরা না:107
আয়াত:7
মোট শব্দ:25
মোট অক্ষর:125
রুকু সংখ্যা:1
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:17
শ্লোক থেকে শুরু:6197