Skip to main content

اِلٰهِ النَّاسِۙ  ( الناس: ٣ )

(The) God
إِلَٰهِ
ইলাহ্‌র (নিকট)
(of) mankind
ٱلنَّاسِ
মানুষের

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

মানুষের প্রকৃত ইলাহর,

English Sahih:

The God of mankind,

1 Tafsir Ahsanul Bayaan

যিনি মানুষের উপাস্য। [১]

[১] যিনি সমগ্র বিশ্বের পালনকর্তা এবং যাঁর হাতে সারা দুনিয়ার বাদশাহী, তিনিই হলেন সর্বপ্রকার ইবাদত ও উপাসনা পাওয়ার যোগ্য এবং তিনিই সমস্ত মানুষের একক মাবূদ (উপাস্য)। সুতরাং আমি সেই সুমহান ও সুউচ্চ সত্তার নিকট আশ্রয় প্রার্থনা করছি।