Skip to main content
bismillah

قُلْ
বলো
أَعُوذُ
"আমি আশ্রয় চাই
بِرَبِّ
রবের নিকট
ٱلنَّاسِ
মানুষের

বল, ‘আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের,

ব্যাখ্যা

مَلِكِ
মহা অধিপতির (নিকট)
ٱلنَّاسِ
মানুষের

মানুষের অধিপতির,

ব্যাখ্যা

إِلَٰهِ
ইলাহ্‌র (নিকট)
ٱلنَّاسِ
মানুষের

মানুষের প্রকৃত ইলাহর,

ব্যাখ্যা

مِن
হতে
شَرِّ
অমঙ্গল
ٱلْوَسْوَاسِ
কুমন্ত্রণার
ٱلْخَنَّاسِ
আত্নগোপনকারী

যে নিজেকে লুকিয়ে রেখে বার বার এসে কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট হতে,

ব্যাখ্যা

ٱلَّذِى
যে
يُوَسْوِسُ
কুমন্ত্রণা দেয়
فِى
মধ্যে
صُدُورِ
অন্তরসমূহের
ٱلنَّاسِ
মানুষের

যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে

ব্যাখ্যা

مِنَ
মধ্য হতে
ٱلْجِنَّةِ
জিনের
وَٱلنَّاسِ
ও মানুষের

(এই কুমন্ত্রণাদাতা হচ্ছে) জিন্নের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে।

ব্যাখ্যা
কুরআন মজীদ :
আন নাস
القرآن الكريم:الناس
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):An-Nas
সূরা না:114
আয়াত:6
মোট শব্দ:20
মোট অক্ষর:79
রুকু সংখ্যা:1
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:21
শ্লোক থেকে শুরু:6230