Skip to main content

وَلَمَّا فَتَحُوْا مَتَاعَهُمْ وَجَدُوْا بِضَاعَتَهُمْ رُدَّتْ اِلَيْهِمْۗ قَالُوْا يٰٓاَبَانَا مَا نَبْغِيْۗ هٰذِهٖ بِضَاعَتُنَا رُدَّتْ اِلَيْنَا وَنَمِيْرُ اَهْلَنَا وَنَحْفَظُ اَخَانَا وَنَزْدَادُ كَيْلَ بَعِيْرٍۗ ذٰلِكَ كَيْلٌ يَّسِيْرٌ  ( يوسف: ٦٥ )

walammā
وَلَمَّا
And when
এবং যখন
fataḥū
فَتَحُوا۟
they opened
তারা খুললো
matāʿahum
مَتَٰعَهُمْ
their baggage
তাদের মালপত্র
wajadū
وَجَدُوا۟
they found
তারা পেলো
biḍāʿatahum
بِضَٰعَتَهُمْ
their merchandise
তাদের পণ্যমূল্য
ruddat
رُدَّتْ
returned
ফেরত দেয়া হয়েছে
ilayhim
إِلَيْهِمْۖ
to them
তাদের প্রতি
qālū
قَالُوا۟
They said
তারা বললো
yāabānā
يَٰٓأَبَانَا
"O our father!
"হে আমাদের পিতা
مَا
What
কি
nabghī
نَبْغِىۖ
(could) we desire?
আশা করি আমরা
hādhihi
هَٰذِهِۦ
This
এই যে
biḍāʿatunā
بِضَٰعَتُنَا
(is) our merchandise
আমাদের পণ্যমূল্য
ruddat
رُدَّتْ
returned
ফেরত দেয়া হয়েছে
ilaynā
إِلَيْنَاۖ
to us
আমাদের প্রতি
wanamīru
وَنَمِيرُ
And we will get provision
এবং আমরা খাদ্য এনে দিবো
ahlanā
أَهْلَنَا
(for) our family
আমাদের পরিবারকে
wanaḥfaẓu
وَنَحْفَظُ
and we will protect
আমরা দেখাশুনা করবো
akhānā
أَخَانَا
our brother
আমাদের ভাইকে
wanazdādu
وَنَزْدَادُ
and get an increase
ও অতিরিক্ত আনবো আমরা
kayla
كَيْلَ
measure
পরিমাণ (বরাদ্দ)
baʿīrin
بَعِيرٍۖ
(of) a camel's (load)
এক উটবোঝাই
dhālika
ذَٰلِكَ
That
kaylun
كَيْلٌ
(is) a measurement
পরিমাপ
yasīrun
يَسِيرٌ
easy"
সহজ"

Wa lammaa fatahoo mataa 'ahum wajadoo bidaa'atahum ruddat ilaihim qaaloo yaaa abaanaa maa nabghee; haazihee bida 'atunaa ruddat ilainaa wa nameeru ahlanaa wa nahfazu akhaanaa wa nazdaadu kaila ba'eer; zaalika kailuny yaseer (Yūsuf ১২:৬৫)

English Sahih:

And when they opened their baggage, they found their merchandise returned to them. They said, "O our father, what [more] could we desire? This is our merchandise returned to us. And we will obtain supplies [i.e., food] for our family and protect our brother and obtain an increase of a camel's load; that is an easy measurement." (Yusuf [12] : 65)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারা যখন তাদের মাল-পত্র খুলল তখন দেখতে পেল যে, তাদেরকে তাদের পণ্যমূল্য ফিরিয়ে দেয়া হয়েছে। তারা বলল, ‘হে আমাদের আব্বাজান! আমরা আর কী চাই। এই দেখুন, আমাদের পণ্যমূল্য আমাদেরকে ফিরিয়ে দেয়া হয়েছে, আমরা আমাদের পরিবারের জন্য (আরো) খাদ্য আনব, আমাদের ভাইয়ের হিফাযাতও করব, আরো এক উট-বোঝাই মাল বেশি আনব, এ পরিমাণ সহজেই পাওয়া যাবে।’ (ইউসূফ [১২] : ৬৫)

1 Tafsir Ahsanul Bayaan

যখন তারা তাদের মালপত্র খুলল, তখন তারা দেখতে পেল তাদের পণ্যমূল্য তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। তারা বলল, ‘হে আমাদের পিতা! আমরা আর কি প্রত্যাশা করতে পারি?[১] এই তো আমাদের দেওয়া পণ্যমূল্য আমাদেরকে ফেরত দেওয়া হয়েছে। পুনরায় আমরা আমাদের পরিবারবর্গকে খাদ্য-সামগ্রী এনে দেব এবং আমরা আমাদের ভাইয়ের রক্ষণাবেক্ষণ করব এবং আমরা অতিরিক্ত আর এক উষ্ট্রী বোঝাই পণ্য আনব।[২] যা এনেছি তা পরিমাণে অল্প।’ [৩]

[১] অর্থাৎ, বাদশাহ আমাদের যথারীতি আতিথ্যও করলেন এবং আমাদের পুঁজিও ফেরৎ দিলেন, তাঁর এই সদ্ব্যবহারের পর আর আমাদের কি চাই?

[২] কেননা প্রত্যেক ব্যক্তিকে ততটা পরিমাণ শস্য দেওয়া হতো যতটা তার উট বহন করতে পারতো, বিনয়্যামীনের কারণে একটি উটের বোঝ পরিমাণ শস্য আরো বেশি পাওয়া যেতো।

[৩] يسير এর একটি ভাবার্থ এই যে, রাজার জন্য এক উটের বোঝা পরিমাণ শস্য দেয়া সহজ, কষ্টকর ব্যাপার নয়। দ্বিতীয় ভাবার্থ এই যে, ذلك দ্বারা ইঙ্গিত করা হয়েছে সেই শস্যের দিকে যা তারা সঙ্গে নিয়ে এসেছিল এবং يسير এর অর্থ অল্প, অর্থাৎ যে পরিমাণ শস্য আমরা সাথে নিয়ে এসেছি তা অল্প। বিন্য়্যামীনকে সঙ্গে নিয়ে গিয়ে যদি বেশি পরিমাণে শস্য পাওয়া যায়, তাহলে তো ভাল কথা, আমাদের প্রয়োজনাদি ভালোরূপে পূরণ হয়ে যাবে।