Skip to main content

فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَاَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ   ( الحجر: ٩٤ )

So proclaim
فَٱصْدَعْ
সুতরাং প্রকাশ্যে প্রচার করো
of what
بِمَا
ঐ বিষয়ে যা
you are ordered
تُؤْمَرُ
তোমাকে আদেশ করা হয়েছে
and turn away
وَأَعْرِضْ
ও উপেক্ষা করো
from
عَنِ
থেকে
the polytheists
ٱلْمُشْرِكِينَ
মুশরিকদের

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

কাজেই তোমাকে যে বিষয়ের হুকুম দেয়া হয়েছে তা জোরে শোরে প্রকাশ্যে প্রচার কর, আর মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও।

English Sahih:

Then declare what you are commanded and turn away from the polytheists.

1 Tafsir Ahsanul Bayaan

অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হয়েছ, তা প্রকাশ্যে প্রচার কর[১] এবং অংশীবাদীদেরকে উপেক্ষা কর।

[১] اصدع এর অর্থ প্রকাশ্যে প্রচার কর, এর পূর্বে তিনি গোপনভাবে তাবলীগ করতেন। এই আয়াত অবতীর্ণ হবার পর প্রকাশ্যে প্রচার শুরু করেন।