Skip to main content

خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّۗ تَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ   ( النحل: ٣ )

He created
خَلَقَ
তিনি সৃষ্টি করেছেন
the heavens
ٱلسَّمَٰوَٰتِ
আকাশমন্ডলী
and the earth
وَٱلْأَرْضَ
ও পৃথিবী
in truth
بِٱلْحَقِّۚ
দিয়ে মহাসত্য
Exalted is He
تَعَٰلَىٰ
বহু ঊর্দ্ধে
above what
عَمَّا
তা থেকে যা
they associate
يُشْرِكُونَ
তারা শরীক করে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তিনি (বিশেষ উদ্দেশ্য সাধনের নিমিত্তে) প্রকৃতভাবেই আসমানসমূহ যমীন সৃষ্টি করেছেন, তারা যাকে আল্লাহর অংশীদার গণ্য করে তাত্থেকে তিনি বহু ঊর্ধ্বে।

English Sahih:

He created the heavens and earth in truth. High is He above what they associate with Him.

1 Tafsir Ahsanul Bayaan

তিনি যথাযথভাবে আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন;[১] তারা যাকে অংশী করে, তিনি তার ঊর্ধ্বে।

[১] অর্থাৎ, শুধু অযথা খেল-তামাশার জন্য সৃষ্টি করিনি, বরং এক লক্ষ্যকে সামনে রেখে করা হয়েছে, আর তা হল পুণ্যের প্রতিদান ও পাপের শাস্তিদান; যেমন পূর্বে বিস্তারিত আলোচনা হল।