Skip to main content

ত্বোয়া-হা শ্লোক ১৩৩

وَقَالُوْا لَوْلَا يَأْتِيْنَا بِاٰيَةٍ مِّنْ رَّبِّهٖۗ اَوَلَمْ تَأْتِهِمْ بَيِّنَةُ مَا فِى الصُّحُفِ الْاُولٰى   ( طه: ١٣٣ )

And they say
وَقَالُوا۟
এবং তারা বলে
"Why not
لَوْلَا
"কেন না
he brings us
يَأْتِينَا
আমাদের কাছে আসে
a sign
بِـَٔايَةٍ
একটি নিদর্শন (অর্থাৎ মুজি'যা)
from
مِّن
থেকে
his Lord?"
رَّبِّهِۦٓۚ
তার রবের"
Has not
أَوَلَمْ
কি নি
come to them
تَأْتِهِم
তাদের কাছে আসে
evidence
بَيِّنَةُ
সুস্পষ্ট (শিক্ষা)
(of) what
مَا
যা (আছে)
(was) in
فِى
মধ্যে (আছে)
the Scriptures
ٱلصُّحُفِ
কিতাব
the former?
ٱلْأُولَىٰ
পূর্ববর্তীদের

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারা বলে, ‘সে তার প্রতিপালকের নিকট থেকে আমাদের কাছে কোন নিদর্শন নিয়ে আসে না কেন? তাদের কাছে কি আসেনি স্পষ্ট প্রমাণ যা ছিল পূর্ববর্তী (ওয়াহীকৃত) কিতাবগুলোতে।’

English Sahih:

And they say, "Why does he not bring us a sign from his Lord?" Has there not come to them evidence of what was in the former scriptures?

1 Tafsir Ahsanul Bayaan

ওরা বলে, ‘সে তার প্রতিপালকের নিকট হতে আমাদের নিকট কোন নিদর্শন আনে না কেন?’[১] তাদের নিকট কি পূর্ববর্তী গ্রন্থসমূহের সুস্পষ্ট প্রমাণ উপস্থিত হয়নি? [২]

[১] অর্থাৎ, তাদের ইচ্ছামত কোন নিদর্শন; যেমন সামূদ জাতির জন্য উটনী আনা হয়েছিল।

[২] 'পূর্ববর্তী গ্রন্থসমূহ' বলতে তাওরাত, ইঞ্জীল, যাবূর ইত্যাদিকে বুঝানো হয়েছে। অর্থাৎ ঐগুলোতে কি নবী (সাঃ)-এর গুণাবলীর কথা উল্লেখ নেই, যার দ্বারা তাঁর নবী হওয়ার সত্যতা প্রমাণিত হয়? অথবা অর্থ এই যে, এদের কি পূর্ববর্তী জাতিদের অবস্থা জানা নেই যে, তারা যখন তাদের ইচ্ছামত মু'জিযা প্রদর্শনের দাবি করল এবং তাদেরকে তা দেখানো হল, কিন্তু তা সত্ত্বেও তারা ঈমান আনল না বলে তাদেরকে ধ্বংস করা হল?