Skip to main content

قَالَ هُمْ اُولَاۤءِ عَلٰٓى اَثَرِيْ وَعَجِلْتُ اِلَيْكَ رَبِّ لِتَرْضٰى   ( طه: ٨٤ )

He said
قَالَ
সে বললো
"They
هُمْ
"তারা
(are) close
أُو۟لَآءِ
ঐ তো
upon
عَلَىٰٓ
উপর
my tracks
أَثَرِى
আমার চিহ্নের
and I hastened
وَعَجِلْتُ
এবং আমি তাড়াহুড়া করেছি
to you
إِلَيْكَ
তোমার দিকে
my Lord
رَبِّ
হে আমার রব
that You be pleased"
لِتَرْضَىٰ
যেন তুমি সন্তুষ্ট হও"

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

মূসা বলল, ‘এই তো তারা আমার পদচিহ্ন ধরে আসছে, আমি আপনার কাছে জলদি এলাম, হে আমার প্রতিপালক! যাতে আপনি সন্তুষ্ট হন।’

English Sahih:

He said, "They are close upon my tracks, and I hastened to You, my Lord, that You be pleased."

1 Tafsir Ahsanul Bayaan

সে বলল, ‘ওই তো ওরা আমার পশ্চাতে আসছে এবং হে আমার প্রতিপালক! আমি তাড়াতাড়ি তোমার নিকট এলাম, তুমি সন্তুষ্ট হবে এই জন্য।’ [১]

[১] লোহিত সাগর পার করার পর মূসা (আঃ) বানী ইস্রাঈলের সম্মানিত লোকদেরকে সাথে নিয়ে ত্বুর পাহাড়ের দিকে রওয়ানা হলেন। কিন্তু প্রভুর সঙ্গে সাক্ষাতের তীব্র বাসনায় সাথীদেরকে পিছনে রেখে দ্রুত গতিতে পাহাড়ে পৌঁছে গেলেন। প্রশ্নের উত্তরে তিনি বললেন, তোমার সন্তুষ্টি তাড়াতাড়ি পাবার আশায়। আর তারা আমার পিছনেই আসছে। কেউ কেউ বলেন, এর অর্থ এই নয় যে, তারা আমার পিছনে আসছে; বরং অর্থ হল, তারা আমার পিছনে ত্বুর পাহাড়ের নিকটেই রয়েছে এবং আমার ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছে।