Skip to main content

فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ   ( الشعراء: ١١٠ )

So fear
فَٱتَّقُوا۟
সুতরাং তোমরা ভয় করো
Allah
ٱللَّهَ
আল্লাহকে
and obey me"
وَأَطِيعُونِ
ও তোমরা আমার আনুগত্য করো"

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

কাজেই তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার অনুসরণ কর।

English Sahih:

So fear Allah and obey me."

1 Tafsir Ahsanul Bayaan

সুতরাং আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর। [১]

[১] এ বাক্যটির পুনরাবৃত্তি তাকীদের জন্য অথবা পৃথক কারণেও হতে পারে। প্রথম আনুগত্যের আহবান আমানতদারীর ফলস্বরূপ ছিল। আর এখন এ আনুগত্যের দাওয়াত পার্থিব লোভ না থাকার ফলস্বরূপ।