Skip to main content

اِلَّا عَجُوْزًا فِى الْغٰبِرِيْنَ ۚ   ( الشعراء: ١٧١ )

Except
إِلَّا
ছাড়া
an old woman
عَجُوزًا
এক বৃদ্ধা (তার স্ত্রী)
(was) among
فِى
(সে ছিলো) অন্তর্ভুক্ত
those who remained behind
ٱلْغَٰبِرِينَ
পিছনে অবস্থানকারীদের

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এক বৃদ্ধা ছাড়া। সে ছিল পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।

English Sahih:

Except an old woman among those who remained behind.

1 Tafsir Ahsanul Bayaan

এক বৃদ্ধা ব্যতীত, যে ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। [১]

[১] এ বৃদ্ধা বলতে লূত (আঃ)-এর বৃদ্ধা স্ত্রীকে বুঝানো হয়েছে; যে মুসলিম ছিল না। তাকেও তাঁর জাতির সঙ্গে ধ্বংস করা হয়েছিল।